The Quran in Bangla - Surah Quraysh translated into Bangla, Surah Quraysh in Bangla. We provide accurate translation of Surah Quraysh in Bangla - البنغالية, Verses 4 - Surah Number 106 - Page 602.
لِإِيلَافِ قُرَيْشٍ (1) কুরাইশে[১]র আসক্তির কারণে [২] |
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ (2) তাদের আসক্তি আছে শীত ও গ্রীষ্মে সফরের [১] |
فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ (3) অতএব, তারা ‘ইবাদাত করুক এ ঘরের রবের [১] |
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ (4) যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন [১] এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন [২]। |