The Quran in Bangla - Surah Buruj translated into Bangla, Surah Al-Burooj in Bangla. We provide accurate translation of Surah Buruj in Bangla - البنغالية, Verses 22 - Surah Number 85 - Page 590.

| وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ (1) শপথ বুরূজবিশিষ্ট [১] আসমানের |
| وَالْيَوْمِ الْمَوْعُودِ (2) আর প্রতিশ্রুত দিনের |
| وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3) এবং দ্রষ্টা ও দৃষ্টের [১] |
| قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) অভিশপ্ত হয়েছিল [১] কুণ্ডের অধিপতিরা--- [২] |
| النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ আগুন |
| إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল |
| وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল। |
| وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ (8) আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর |
| الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ (9) আসমানমূহ ও যমীনের সর্বময় কর্তৃত্ব যাঁর; আর আল্লাহ্ সবকিছুর প্রত্যক্ষদর্শী। |
| إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ (10) নিশ্চয় যারা মুমিন নর-নারীকে বিপদাপন্ন করেছে [১] তারপর তাওবা করেনি [২] তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা [৩]। |
| إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ (11) নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত; এটাই মহাসাফল্য। |
| إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ (12) নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন। |
| إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ (13) তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান |
| وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ (14) এবং তিনি ক্ষমাশীল, অতিস্নেহময় [১] |
| ذُو الْعَرْشِ الْمَجِيدُ (15) আরশের অধিকারী ও সম্মানিত। |
| فَعَّالٌ لِّمَا يُرِيدُ (16) তিনি যা ইচ্ছে তা-ই করেন [১]। |
| هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ (17) আপনার কাছে কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত |
| فِرْعَوْنَ وَثَمُودَ (18) ফির‘আউন ও সামূদের |
| بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ (19) তবু কাফিররা মিথ্যারোপ করায় রত |
| وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ (20) আর আল্লাহ্ সবদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। |
| بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ (21) বস্তুত এটা সম্মানিত কুরআন |
| فِي لَوْحٍ مَّحْفُوظٍ (22) সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। |